No Internet Connection !

বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রতিষ্ঠানের নাম কি? উত্তর: অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)।
প্রশ্ন: 'স্পিরুলিনার' আবিষ্কারক কে? উত্তর: ড. ফ্লোরা মজিদ।
প্রশ্ন: বাংলাদেশকে জলবসন্ত মুক্ত ঘোষণা করা হয় কখন? উত্তর: ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে।
প্রশ্ন: 'সূর্যের হাসি' কিসের প্রতীক? উত্তর: পারিবারিক স্বাস্থ্য সেবার।
প্রশ্ন: রংধনু কিসের প্রতীক? উত্তর: স্বাস্থ্য সেবার।
প্রশ্ন: সবুজ ছাতা কিসের প্রতীক? উত্তর: স্বাস্থ্য পরিচর্যা সেবার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নাম কি? উত্তর: জহুর আহমেদ চৌধুরী।
প্রশ্ন: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইংরেজি নাম কি? উত্তর: Directorate of Family Planning.
প্রশ্ন: স্বাস্থ্য অধিদপ্তরের ইংরেজি নাম কি? উত্তর: Directorate of Health Services.
প্রশ্ন: পরিবার পরিকল্পনা অধিদপ্তর সৃষ্টি করা হয় কবে? উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন: NIPORT কি? উত্তর: জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
প্রশ্ন: ওষুধ প্রশাসন অধিদপ্তরের ইংরেজি নাম কি? উত্তর: Directorate of Drug Administration (DDA)।
প্রশ্ন: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৭৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে পরিবার-পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়? উত্তর: ১৯৭৬ সালে।
প্রশ্ন: ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কি? উত্তর: এডিস মশা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশু অপ্সরা কবে জন্মগ্রহণ করে? উত্তর: ১৯ সেপ্টেম্বর ২০০৮।
প্রশ্ন: দেশের প্রথম টেস্ট টিউব বেবি কবে জন্মগ্রহণ করে? উত্তর: ৩০ মে ২০০১।
প্রশ্ন: বাংলাদেশে COVID-19 আক্রান্ত রোগী শনাক্ত হয় কবে? উত্তর: ৮ মার্চ ২০২০।
প্রশ্ন: বিশ্বে প্রথম বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া যায় কোথায়? উত্তর: হংকং (১৯৯৭ সালে)।
প্রশ্ন: বিশ্বে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় কবে, কোন দেশে? উত্তর: ১৯৮১ সালে, যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন: 'বার্ড ফু' কি? উত্তর: পাখির এক ধরনের ইনফ্লুয়েঞ্জা।
প্রশ্ন: আর্সেনিক কত প্রকার ও কি কি? উত্তর: ২ প্রকার-জৈব আর্সেনিক ও অজৈব আর্সেনিক।
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত পানিতে সর্বোচ্চ মাত্রার সহনীয় আর্সেনিকের মাত্রা কত? উত্তর: ০.০১ মিলিগ্রাম/লিটার। বাংলাদেশে গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/লিটার।
প্রশ্ন: দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কবে? উত্তর: ৭ এপ্রিল ১৯৭৯।
প্রশ্ন: ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম কি? উত্তর: পরিবার কল্যাণ কেন্দ্র।
প্রশ্ন: ঢাকার বাইরে প্রথম ওপেন হার্ট সার্জারি হয় কবে, কোথায়? উত্তর: ২৯ মে ১৯৯১; ময়মনসিংহে।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কবে AIDS শনাক্ত করা হয়? উত্তর: ১৯৮৯ সালে।
প্রশ্ন: ভূ-অভ্যন্তরের পানি ব্যবহারে ক্ষতিকর প্রভাব কি? উত্তর: আর্সেনিক দূষণ।
প্রশ্ন: আর্সেনিক দূষণের প্রধান কারণ কি? উত্তর: ভূ-তাত্ত্বিক।
প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত? উত্তর: ১.০১ মিলিগ্রাম/লিটার।
প্রশ্ন: বাংলাদেশে কবে, কোথায় প্রথম আর্সেনিক শনাক্ত করা হয়? উত্তর: ১৯৯৩ সালে, চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়াতে।
প্রশ্ন: আর্সেনিকের প্রতীক কি? উত্তর: As।
প্রশ্ন: আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ৩৩।
প্রশ্ন: প্রথম জাতীয় টিকা দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর: ১৬ মার্চ ১৯৯৫ (১ম রাউন্ড) ও ১৬ এপ্রিল ১৯৯৬ (২য় রাউন্ড)।
top
Back
Home
Gsearch